Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যকরবুক মহকুমায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মহড়া

করবুক মহকুমায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মহড়া

করবুক মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল চেলাগাং মাল্টিপারাস হলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এক মহড়া অনুষ্ঠিত হয় । মহড়ার উদ্বোধন করেন করবুক মহকুমার মহকুমা শাসক পার্থ দাস । উপস্থিত ছিলেন মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম সুব্রত বিশ্বাস , করবুক ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক রণতোষ দেব , করবুক বিদ্যালয় পরিদর্শক দামোদর ত্রিপুরা , টিটিএএডিসি’র বিদ্যালয় পরিদর্শক বিক্রম কিশোর জমাতিয়া প্রমুখ । অনুষ্ঠানে টিএসআর এবং অগ্নি ও জরুরি পরিষেবা দপ্তরের কর্মীরা আকস্মিক দুর্যোগ পরিস্থিতি কিভাবে মোকাবিলা করতে হয় সে বিষয়ে উপস্থিত এলাকাবাসী এবং ভলান্টিয়ারদের প্রশিক্ষণদেন । তাছাড়াও সিভিক ভলান্টিয়ারদেরও প্রশিক্ষণ দেওয়া হয় । উল্লেখ্য , এই মহড়ার আয়োজন করা হয় মূলত করবুক ব্লকের চেলাগাং , দক্ষিণ চেলাগাং ও পোয়াংবাড়ি ভিলেজের কিছু বন্যাপ্রবণ এলাকায় আসন্ন বর্ষায় যাতে মানুষকে নিরাপদে উদ্ধার করা যায় । মহকুমা শাসক এলাকাবাসীকে একসাথে মিলে কাজ করার পাশাপাশি মহকুমা প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন রাখেন । অনুষ্ঠান শেষে মহকুমা শাসক অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনটি ভিলেজের নিউধন পাড়া জেবি স্কুল , নিজাচন্দ্র পাড়া এসবি স্কুল ও পোয়াংমগ পাড়া জেবি স্কুল পরিদর্শন করেন । এই স্কুলগুলিতে প্রাকৃতিক দুর্যোগে অস্থায়ী শিবির করা হবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য