ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা -২০২২ আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে । এজন্য রাজ্যে ১৩ টি পরীক্ষাকেন্দ্র খোলা হয়েছে । এবার পরীক্ষা দেবে ৪,৭৩৯ জন ছাত্রছাত্রী । আজ শিক্ষা ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের চেয়ারম্যান ড . আর চক্রবর্তী । তিনি জানান , একদিনেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে । সকাল ১১ টা থেকে ১২ টা ৩০ পর্যন্ত হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা । ১ টা ৩০ থেকে ২ টা ১৫ পর্যন্ত হবে বায়োলজি পরীক্ষা । ২ টা ৪৫ থেকে ৩ টা ৩০ পর্যন্ত হবে মেথামেটিক্স পরীক্ষা । তিনি জানান , আগরতলায় ৯ টি কেন্দ্র , শান্তিরবাজারে ২ টি কেন্দ্র , আমবাসা , ধর্মনগর , কৈলাসহর এবং উদয়পুরে ১ টি করে কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে । প্রতিটি বিষয়ে পরীক্ষা হবে ১২০ নম্বরে । সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা ডি দেববর্মা , দপ্তরের ওএসডি বিশ্বজিৎ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন ।



