Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যসাব্রুম সফরে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী

সাব্রুম সফরে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী

কেন্দ্রীয় রেল , কয়লা ও খনিজ প্রতিমন্ত্রী রাও সাহেব পাতিল ধনবি আজ সাৱুম সফর করেন । সাব্রুম সফরকালে তিনি নির্মিয়মান সাব্রুম রেল স্টেশন ইয়ার্ড , আইসিপি , লজিস্টিক পার্ক , স্পেশাল ইকোনমিক জোন , মৈত্রী সেতুর কাজ পরিদর্শন করেন এবং এসকল উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন । সাব্রুম রেল স্টেশনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব পাতিল ধনবি বলেন , বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য ফেনী নদীর পাড়ে মৈত্রী সেতু পর্যন্ত রেলপথ নির্মাণ করা প্রয়োজন । সেকাজ খতিয়ে দেখতেই তিনি সাব্রুম সফরে এসেছেন । সাব্রুম থেকে কলকাতা পর্যন্ত রেল চালুর বিষয়টি তিনি দপ্তরের সঙ্গে আলোচনা করবেন বলে জানান । সাংবাদিক সম্মেলনে তিনি জানান , সাব্রুম থেকে দ্রুতগামী এক্সপ্রেস ট্রেন চালানো বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী জানান । সাব্রুম রেল স্টেশনকে খুব বড় মাপের রেল স্টেশনে রূপান্তর করা হবে বলে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব ধনবি জানিয়েছেন । উল্লেখ্য , আজ বিকাল ৫ টা ২০ মিনিট নাগাদ আগরতলা থেকে বিশেষ ট্রেনে সাত্তুম রেল স্টেশনে পৌঁছান কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাও সাহেব পাতিল ধনবি । কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রীর সাথে ছিলেন রেল দপ্তরের জি এম আনসুল গুপ্তা , ডি আর এম জে এস লাখরা , সিনিয়র ডিজিএম আর এন বি রেড্ডি সহ রেলের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য