Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যনেশা কারবারীদের বিরুদ্ধে অভিযান চালাতে কুমারঘাটে সভা

নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযান চালাতে কুমারঘাটে সভা

নেশা কারবারীদের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় অভিযান চালানোর জন্য কুমারঘাট মহকুমা প্রশাসনের উদ্যোগে গতকাল কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে এক সভা অনুষ্ঠিত হয় । শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাসের উপস্থিতিতে সভায় উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস , ভাইস চেয়ারপার্সন পবন পাল , মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য , এসডিপিও গমনজয় রিয়াং সহ কুমারঘাটের বিভিন্ন ক্লাব , এনজিও’র প্রতিনিধি , পুলিশ ও স্বাস্থ্যকর্মীগণ । সভায় শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন , রাজ্যে বর্তমান সরকার আসার পর আমাদের প্রথম থেকেই লক্ষ্য ছিলো কিভাবে নেশা থেকে যুব সমাজকে রক্ষা করা যায় । নেশা কারবারীদের বিরুদ্ধে সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে যদি অভিযান চালানো যায় তবে সাফল্য আসতে বাধ্য । এক্ষেত্রে পুলিশকে আরও বেশি তৎপর হতে তিনি পরামর্শ দেন । তিনি বলেন , কোন কোন জায়গায় নেশা কারবারীরা নেশা সামগ্রী বিক্রি করে তা চিহ্নিত করতে হবে । এজন্য তিনি এনজিও এবং ক্লাবগুলিরও সহযোগিতা চেয়েছেন । মন্ত্রী শ্রীদাস বলেন , নেশা কারবারীরা এখন স্কুলের ছাত্রদের টার্গেট করেছে । যা অত্যন্ত ভয়ঙ্কর । সুষ্ঠু সমাজ গঠন করতে ও নতুন প্রজন্মকে রক্ষা করতে খুব শীঘ্রই বড় ধরণের অভিযান চালিয়ে নেশা কারবারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতেও তিনি প্রশাসনকে নির্দেশ দেন । সভায় এছাড়া বক্তব্য রাখেন পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস , এসডিপিও গমনজয় রিয়াং , মহকুমা শাসক সুব্রত ভট্টাচার্য , মহকুমা স্বাস্থ্য আধিকারিক হবেন্দ্র রিয়াং প্রমুখ । ও সভায় সিদ্ধান্ত হয় মহকুমার বিভিন্ন এনজিও , ক্লাবের প্রতিনিধিদের নিয়ে নেশার বিরুদ্ধে অভিযান চালাতে একটি কমিটি গঠন করা হবে । মহকুমার উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে নেশার বিরুদ্ধে প্রথম পর্যায়ে সচেতনতামূলক আলোচনাচক্র সংগঠিত করা হবে । পর্যায়ক্রমে এই কর্মসূচিতে মাধ্যমিক স্তরের স্কুলগুলিকেও যুক্ত করা হবে । ক্লাবগুলিতেও সংশ্লিষ্ট এলাকার জনসাধারণকে নিয়ে অনুরূপ সভা করা হবে ।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য