Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যকুমারঘাটে বর্ষবরণ উৎসব

কুমারঘাটে বর্ষবরণ উৎসব

বাংলা নববর্ষ -১৪২৯ সালকে স্বাগত জানাতে ঊনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে ও কুমারঘাট পুর পরিষদের সহযোগিতায় আজ কুমারঘাটে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয় । এ উপলক্ষে কুমারঘাট মহকুমার বিভিন্ন শিল্পী সংগঠন , সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মোটরস্ট্যান্ড থেকে বের হয়ে জাতীয় সড়ক ধরে পাবিয়াছড়া বাজার হয়ে কুমারঘাট মোটর স্ট্যান্ডের উল্টোদিকে নাটমন্দিরের সামনে এসে মিলিত হয় । নাটমন্দিরে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস । উদ্বোধকের ভাষণে তিনি বলেন , বাংলার লোক সংস্কৃতি , লোকগান , কৃষ্টি ও সংস্কৃতিকে উর্দ্ধে তুলে ধরতে রাজ্যের নতুন সরকার এবছর প্রথম বর্ষবরণ উৎসব আয়োজন করেছে । তিনি বলেন , এতোদিন আমরা ইংরেজি নতুন বর্ষ উদযাপন নিয়েই বেশি মেতে থাকতাম । কিন্তু বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে নিজস্ব সংস্কৃতিকে আপন করে নেওয়া , নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য সরকারি কোন উদ্যোগ আগে ছিলোনা । আগামীদিনে এই জাতীয় অনুষ্ঠানে আরও বেশি সংস্থার শিল্পী , সাহিত্যিক ও বুদ্ধিজীবিদের সমবেত হতেও তিনি আহ্বান জানান । অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন সমাজসেবী পবিত্র দেবনাথ , সভাপতিত্ব করেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস । স্বাগত ভাষণ দেন আইসিও শভাশীষ সেনগুপ্ত । উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সদস্য শুভেন্দু দাস , সমাজসেবী কার্তিক দাস , অনিমেষ সিনহা , রিন্টুলাল দেব , রঞ্জু দেব প্রমুখ । অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ সঙ্গীত , নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য