Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যঊনকোটি জেলাভিত্তিক ড . বি আর আম্বেদকর জন্মজয়ন্তী

ঊনকোটি জেলাভিত্তিক ড . বি আর আম্বেদকর জন্মজয়ন্তী

ঊনকোটি জেলাভিত্তিক ড . বি আর আম্বেদকরের ১৩২ তম জন্মজয়ন্তী উদযাপন ও আলোচনাচক্র আজ কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক সুধাংশু দাস । সভাপতিত্ব করেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস । অনুষ্ঠানের উদ্বোধন করে জিলা পরিষদের সভাধপতি অমলেন্দু দাস বলেন , সংবিধান প্রণেতা ড . আর আম্বেদকর অস্পৃশ্যতা , জাতপাত ও দারিদ্র্যতার বিরুদ্ধে সারা জীবন লড়াই করে গেছেন । যতদিন আমাদের সংবিধান থাকবে ততদিন আম্বেদকর আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন । অনুষ্ঠানে বিধায়ক সুধাংশু দাস বলেন , আধুনিক ভারতের রূপকার ছিলেন ড . বি আর আম্বেদকর । তার দেখানো পথেই জাতিভেদের উর্ধ্বে উঠে আত্মনির্ভর ভারত গঠনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জিলা পরিষদের সদস্য শুভেন্দু দাস ও পম্পা মালাকার , কুমারঘাট পুরপরিষদের চেয়ারপার্সন বিশ্বজিৎ দাস , কুমারঘাট পুরপরিষদের তপশিলি জাতি সাবকমিটির চেয়ারম্যান কার্তিক দাস , কুমারঘাট পঞ্চায়েত সমিতির তপশিলি জাতি সাবকমিটির চেয়ারম্যান দেবাশিস মালাকার , পেঁচারথল ব্লক তপশিলি জাতি সাবকমিটির চেয়ারম্যান দেবাশিস দাস , কৈলাসহর পুরপরিষদের তপশিলি জাতি সাবকমিটির চেয়ারম্যান শ্যামল দাস প্রমুখ । অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত হয় ড . বি আর আম্বেদকরের জীবনীর উপর বক্তৃতা প্রতিযোগিতা । জেলাভিত্তিক ড . বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বসে আঁকো , প্রবন্ধ ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয় ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য