Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যসারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমায়‌ও শুরু হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘টার্ম টু’ পরিক্ষা

সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমায়‌ও শুরু হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের ‘টার্ম টু’ পরিক্ষা

সোমবার ছিল পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ক পরীক্ষা। তেলিয়ামুড়ায় মোট পাঁচটি ভেনুতে এবং কল্যাণপুরে মোট তিনটি ভেনু -তে এই পরীক্ষা শুরু হয় দুপুর ১২:০০ টা থেকে।তেলিয়ামুড়া পাঁচটি ভেনুতে এবছর মাধ্যমিক পরীক্ষার্থী মোট ১,২২৪ জন- এর মধ্যে ৫৮৬ জন ছাত্র এবং ৬৩৮ জন ছাত্রী থাকলেও প্রথম দিনের পরীক্ষায় বসেছে ৯৮ শতাংশ অর্থাৎ ১,১৯৭ জন -এর মধ্যে ছাত্র সংখ্যা ৫৭৪ জন এবং ছাত্রী ৬২৩ জন এবছর তেলিয়ামুড়া থেকে প্রথম দিনের মাধ্যমিক ইংরেজি বিষয়ক পরীক্ষায় বসেছে। তবে অনুপস্থিত রয়েছে ১২ জন ছাত্র এবং ১৫ জন ছাত্রী। এবছর কল্যাণপুর সেন্টারের অন্তর্গত তিনটি ভেন্যু রয়েছে, এই ভেন্যুগুলো হলো ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং বাগান বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। এই তিনটি ভ্যানুতে মোট ৫৩৩ জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে ৫৩০ জন হচ্ছে নিয়মিত পরীক্ষার্থী এবং দুজন এক্সটার্নাল, একজন রয়েছে কম্পার্টমেন্টাল। এর মধ্যে ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১৩১ জন, বাগানবাজারে ১৩৯ জন এবং ২৬৩ জন পরীক্ষার্থী ঘিলাতলিতে পরীক্ষা দিচ্ছে। এ প্রসঙ্গে পরীক্ষা পরিচালনা কমিটির সেক্রেটারি তথা তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা জানিয়েছেন,,,, এখন পর্যন্ত নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবেই পরীক্ষা চলছে। কল্যাণপুর থেকেও পরীক্ষা চলাকালীন সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি পরীক্ষা কেন্দ্র গুলি থেকে।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য