Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যরাজ্যের ১৯ টি জনগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে...

রাজ্যের ১৯ টি জনগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলছে রাজ্য সরকার বললেন জনজাতি কল্যাণমন্ত্রী

জনজাতিদের চিরাচরিত গড়িয়া উৎসব খোয়াই জেলার চাম্পাহাওরে আজ থেকে শুরু হয়েছে । ব্লুমিং ক্লাবের উদ্যোগে ভারত সর্দার উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দু’দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া । বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্ৰীজমাতিয়া বলেন , বর্তমান সরকার রাজ্যের ১৯ টি জনগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলছে , যা ভবিষ্যতে বজায় থাকবে । কোনও জাতির উন্নয়নে তাদের চিরাচরিত সংস্কৃতি , পোশাক এবং খাদ্যাভাস সম্পর্কে অন্য সম্প্রদায়ের মানুষকেও অবহিত করা প্রয়োজন । এই ধরনের উৎসব উদযাপনের মাধ্যমে জনজাতিদের চিরাচরিত সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা অবশ্যই প্রশংসনীয় বলে তিনি মন্তব্য করেন । আজকের এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা জনজাতি এলাকা স্বশাসিত জিলা পরিষদের সদস্য অনন্ত দেববর্মা , বিশিষ্ট সমাজসেবী রাজেশ দেববর্মা এবং পীযূষ দেববর্মা প্রমুখ । অনুষ্ঠানে সভাপতত্বি করেন ব্লুমিং ক্লাবের সভাপতি জহর দেববর্মা । তারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৷ এই উৎসবে বিভিন্ন সংস্থার শিল্পীরা গড়িয়া , লেবাং বুমানি , মামিতা এবং মসক সুরমানি লোকনৃত্য পরিবেশন করেন । এছাড়া জনজাতিদের চিরাচরিত খাদ্য সম্ভার নিয়ে ফুড ফেস্টিভেলের আয়োজন করা হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য