Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যঅমরপুরে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে পানীয়জলের উৎস সৃষ্টি

অমরপুরে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে পানীয়জলের উৎস সৃষ্টি

অমরপুর ব্লকে বিধায়ক রঞ্জিত দাসের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে পানীয়জলের উৎস সৃষ্টির জন্য ৪ টি জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে । এই প্রকল্পে অমরপুর ব্লকের কুরমাছড়া এডিসি ভিলেজের তুঁতবাগান ও লকশ্রীমা পাড়ায় দুটি সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে । প্রতিটি সাবমার্সিবল পাম্প বসাতে ব্যয় হয়েছে ২ লক্ষ ৯৩ হাজার ৬৩৩ টাকা । তাছাড়া ব্লকের ভোমরাছড়া ভিলেজের কার্তিক পাড়া , সুন্দরবন পাড়া , কুরমাছড়া ভিলেজের তুঁতবাগান পাড়া এবং বুরবুরিয়া ভিলেজে পানীয়জলের ট্যাঙ্ক নির্মাণ করে দেওয়া হয়েছে । প্রতিটি ট্যাঙ্ক নির্মাণে ব্যয় হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৭৯৪ টাকা করে । অমরপুর ব্লক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য