Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যবিভিন্ন সমস্যায় জর্জরিত কাঁকড়াছড়া এ.ডি.সি ভিলেজের বাহাদুর সর্দার পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়

বিভিন্ন সমস্যায় জর্জরিত কাঁকড়াছড়া এ.ডি.সি ভিলেজের বাহাদুর সর্দার পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়

দীর্ঘ প্রায় কয়েক বছর যাবত বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়। উদাসীন এ.ডি.সি প্রশাসন। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত কাঁকড়াছড়া এ.ডি.সি ভিলেজের বাহাদুর সর্দার পাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে, ঘটনার বিবরণ দিয়ে বিদ্যালয়ের এক শিক্ষক জানিয়েছেন,, বিদ্যালয়ের রয়েছে পানীয় জলের সমস্যা, মিড ডে মিলের রান্না সহ ছাত্র-ছাত্রীদের জন্য একমাত্র ভরসা কাঁচা কূয়োর অপরিশোধিত জল। এই জল মিড ডে মিলের রান্না সহ ছাত্র-ছাত্রীদের তেষ্টা মেটানোর জন্য একমাত্র ভরসা। তাছাড়া বিদ্যালয়ে রয়েছে বিদ্যুতের সমস্যা। উন্নয়নের এত যুগ পেরিয়ে গেলেও বিদ্যালয়টিতে বিদ্যুতের কানেকশন দেওয়ার জন্য বিদ্যুৎ পরিবাহী তার পৌঁছেছে এক থেকে দেড় মাস হলো মাত্র। যদিও এখন পর্যন্ত বিদ্যুৎ-এর ছোঁয়া লাগেনি বিদ্যালয়টিতে। তাছাড়া বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২৩ জন ছাত্র-ছাত্রী রয়েছে। আর তাদের মানুষ গড়ার কারিগর রয়েছেন বিদ্যালয়টিতে মাত্র ২জন। এর মধ্যে একজন ট্রেনিং-এ ব্যাস্ত থাকেন প্রায়শই। তাই প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মাত্র একজন শিক্ষক দিয়েই ছাত্র ছাত্রীদের চলে পঠন-পাঠন। সেক্ষেত্রে প্রচন্ডভাবে বেগ পোহাতে হচ্ছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের ওই শিক্ষককে। যদিও ওই শিক্ষকের বক্তব্য,, বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার বিষয় সম্পর্কে মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের গোচরে বিষয়টি নেওয়া হলেও তিনি কর্মী স্বল্পতার দোয়াই দিয়েছেন।
এখন ওই এলাকার সহজ-সরল উপজাতি অংশের মানুষ-জন সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে শুরু করে অভিভাবক-অভিভাবিকা সহ বিদ্যালয়ের শিক্ষকেরা চাইছে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিরসনে নজর দিক মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শক সহ এ.ডি.সি প্রশাসন। এখন দেখার বিষয় বিদ্যালয়ের সমস্যা নিরসনে কবে নাগাদ ময়দানে নামে আধিকারিকরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য