Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যজনজাতিদের ঐতিহ্যময় সংস্কৃতিই জাতি - জনজাতি মানুষদের এক সূত্রে বেঁধে রেখেছে বলেন...

জনজাতিদের ঐতিহ্যময় সংস্কৃতিই জাতি – জনজাতি মানুষদের এক সূত্রে বেঁধে রেখেছে বলেন পর্যটনমন্ত্রী

রাজ্যের জনজাতি গোষ্ঠীর মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে । ঐতিহ্যময় এই সংস্কৃতিই জাতি – জনজাতি মানুষদের এক সূত্রে বেঁধে রেখেছে । জনজাতি সম্প্রদায়ের উৎসবে জাতি , ধর্ম , বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ মিলিত হন । গতকাল অমরপুর ব্লকের পূর্ব সরবং ভিলেজের সুখচিমা পাড়ায় গড়িয়া উৎসবের উদ্বোধন করে একথা বলেন পর্যটনমন্ত্রী । উৎসবের উদ্বোধন করে পর্যটন মন্ত্রী শ্রী সিংরায় বলেন , জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সরকার আন্তরিক । এজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে । অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন , আমাদের রাজ্যে মিশ্র জনবসতির বাস । গড়িয়া উৎসবে শুধু জনজাতিরাই নয় অন্যান্য সম্প্রদায়ের মানুষও অংশ নেন । এতে উৎসব মিলন মেলায় পরিণত হয় । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস , বিধায়ক সিন্ধু চন্দ্ৰ জমাতিয়া , এডিসি’র কার্যনির্বাহী সদস্য কমল কলই , এমডিসি , সওদাগর কলই , শান্তিকালী আশ্রমের স্বামী চিত্তরঞ্জন মহারাজ , মহকুমা শাসক বিজয় সিনহা প্রমুখ । সভাপতিত্ব করেন বিপ্রকুমার জমাতিয়া ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য