সিপাহীজলা জেলার আওতাধীন মেলাঘর মহকুমা হাসপাতালে , তৈবান্দাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে , কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গত ৯ এপ্রিল প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত কর্মসূচি গুলিতে মোট ১৩০ জনকে স্বাস্থ্যকর্মীরা গর্ভবতী মায়েদেরকে প্রাক প্রসবকালীন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন । এই কর্মসূচিতে মেলাঘর মহকুমা হাসপাতালে ডাঃ মেহেবুব রহমান , এমপিডব্লিও রাকেশ নমঃ , আশাকর্মী কানন বালা সাহা ও পুতুল দাস উপস্থিত ছিলেন । তৈবান্দাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাঃ সঞ্জয় দেববর্মা , এমপিডব্লিও চিরঞ্জীৎ দাস , আশাকর্মী ভানুমতি মুড়াসিং ও রবিকন্যা ত্রিপুরা উপস্থিত ছিলেন । কমলনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাঃ অরিন্দম দাস , এমপিডব্লিও মিঠু দাস , এমপিএস মিতা রায় , আশাকর্মী রত্না বেগম ও কাবেরী বিশ্বাস উপস্থিত ছিলেন । মতিনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাঃ টুইস্কেল দেববর্মা , এমপিডব্লিও ক্ষাদিজা বেগম , আশাকর্মী আমেনা খাতুন মমতা বেগম ও নিয়তী রাণী পাল উপস্থিত ছিলেন । উক্ত সবগুলি স্বাস্থ্যকেন্দ্রেই উপস্থিত সকল গর্ভবতী মায়েদের স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা , হিমোগ্লোবিন পরীক্ষা , এইচ আই ভি পরীক্ষা করার পাশাপাশি গর্ভবতী মায়েদের প্রয়োজন অনুসারে আয়রন ফলিক এসিড টেবলেট প্রদান করে । তাছাড়া সকল গর্ভবতী মায়েদেরকে কমপক্ষে চারটি এএনসি চেক আপ করানো , মায়েদের আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো , হাসপাতলে প্রসব করানো , পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি , জননী সুরক্ষা যোজনা ও জননী শিশু সুরক্ষা কার্যক্রমের সুফল গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



