Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যগৃহস্থের জীবিকা নির্বাহের শেষ সম্বল নিয়ে গেল নিশিকুটুম্বের দল, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন...

গৃহস্থের জীবিকা নির্বাহের শেষ সম্বল নিয়ে গেল নিশিকুটুম্বের দল, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দুস্কি স্থিত সুভাষ চন্দ্র কামি এলাকায়

জানা যায় তেলিয়ামুড়া থানাধীন দুস্কি সুভাষ চন্দ্র কামি এলাকার বাসিন্দা মিন্টু দেববর্মা -র বসত বাড়ি থেকে বুধবার রাতের অন্ধকারে চোরের দল ১৫ টি ছাগল নিয়ে চম্পট দেয়। মিন্টু দেববর্মা -র পরিবার প্রতিপালনের জন্য একমাত্র সম্বল ছিল এই ছাগলগুলো থেকে আসা আয়ের উপর। কিন্তু বুধবার গভীর রাতে নিশিকুটুম্ব হানা দিয়ে তার বসত বাড়ির মধ্যে থাকা ক্ষুদ্র আকারের ছাগলের খামারের দরজা ভেঙে ১৫ টি প্রাপ্তবয়স্ক ছাগল নিয়ে যায়। শুধুমাত্র চার-পাঁচটি ছাগলছানা -কে ছেড়ে। বৃহস্পতিবার সকালে মাতৃ হারা ছাগলছানা -দের আর্তনাদে ঘুম থেকে উঠে মিন্টু দেববর্মা প্রত্যক্ষ করতে পারে চোরের দল তার সব ছাগল চুরি করে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তার চেঁচামেচিতে ছুটে আসে এলাকার লোকজনেরা। জানা যায় এবিষয়ে মিন্টুবাবু তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হবে। রাতের অন্ধকারে গৃহস্থের ঘর থেকে তার উপার্জনের সম্বল টুকু চুরি হয়ে যাওয়ার ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য