Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যদুই দিনব্যাপী রাজ্যভিত্তিক বুইসু উৎসবের উদ্বোধন

দুই দিনব্যাপী রাজ্যভিত্তিক বুইসু উৎসবের উদ্বোধন

জনজাতিদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি সংস্কৃতির বিকাশেও গুরুত্ব দেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী জনজাতিদের কল্যাণে রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে । জনজাতিদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি কৃষ্টি ও সংস্কৃতির বিকাশেও গুরুত্ব দেওয়া হয়েছে । আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব লংতরাইভ্যালী মহকুমার হুকু তুইসা ইংলিশ মিডিয়াম দ্বাদশশ্রেণী বিদ্যালয়ে দুই দিনব্যাপী রাজ্যভিত্তিক বুইসু উৎসবের উদ্বোধন করে একথা বলেন । ২০ তম রাজ্যভিত্তিক বুইসু উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন , ২০১৮ সালে দেশের যশশ্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যে জাতি জনজাতির সরকার গঠিত হয়েছে । বর্তমানে রাজ্যে ৩৭ লক্ষ মানুষের সরকার কাজ করছে । রাজ্যে বড় মাত্রায় জনজাতি অংশের মানুষ রয়েছে । তিনি বলেন , বর্তমান সরকার বড়মুড়া পাহাড়ের নাম হাথাই কতর ও গন্ডাছড়ার নাম গন্ডা তুইসা করেছে । মুখ্যমন্ত্রী বলেন , আগে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন আশানুরূপ হচ্ছিলনা । এখন ব্যাপক উন্নয়ন হচ্ছে । তিনি বলেন , ত্রিপুরা রাজ্যে ২৫ বছর একটা সরকার ছিল । কিন্তু ধলাই জেলার জনজাতি অধ্যুষিত বিভিন্ন এলাকার উন্নয়ন হয়নি । বর্তমান সরকারের সময়ে এই সমস্ত জনজাতি অধ্যুষিত অঞ্চলের মানুষের উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে । এতে এলাকার উন্নয়ন ঘটছে । মুখ্যমন্ত্রী বলেন , অ্যাশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে ১ হাজার ৩০০ কোটি রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষের উন্নয়নে সরকার এনেছে । জলজীবন মিশনের মাধ্যমে জনজাতি এলাকার প্রতিটি পারিবারে বিনামূল্যে পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে । আগে জনজাতি মা – বোনদের অনেক দূর থেকে জল আনতে হত । এখন এই পরিস্থিতি দূর হচ্ছে । রাজ্য সরকার প্রতিটি পরিবারে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে । রাজ্য সরকার জনজাতি এলাকাগুলিতে পেভার ব্লক দিয়ে রাস্তা নির্মাণ করে দিচ্ছে । প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিগত সরকারের সময়ে ৫ বছরে ৪৬ হাজার ঘর হয়েছে । কিন্তু বর্তমান সরকার ২ লক্ষ ৩৫ হাজার মানুষের ঘরের ব্যবস্থা করেছে । প্রতিটি ঘরে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে ব্যয় হচ্ছে । এতে তিন হাজার কোটি ব্যয় হচ্ছে বলে মুখ্যমন্ত্রী বলেন । একাজে তিনি দেশের প্রধানমন্ত্রীর সদর্থক ভূমিকার উল্লেখ করেন । মুখ্যমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রী গুজরাটকে যেমন ভালবাসেন তেমনি ত্রিপুরাকেও ভালবাসেন । মুখ্যমন্ত্রী বুইসু উৎসবের আয়োজক এবং উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন , প্রধানমন্ত্রী রাজ্যের জনজাতি অংশের মানুষের কল্যাণে গুরুত্ব দিয়েছেন এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করছেন । জনজাতি অংশের মানুষ বর্তমান সরকারের সময় তাদের বিভিন্ন অধিকার পেয়েছে । অথচ অনেক আগেই তাদের অধিকারগুলি পাওয়ার প্রয়োজন ছিল । প্রধানমন্ত্রী চান ত্রিপুরা দেশের মধ্যে একটি অগ্রণী রাজ্য হয়ে উঠুক । আগামী ৫ বছরে ত্রিপুরা দেশের মধ্যে ১ নম্বর রাজ্য হয়ে উঠবে । প্রধানমন্ত্রীর এই ইচ্ছাকে পূরণ করার লক্ষ্যে সরকার কাজ করছে । অনুষ্ঠানে কেন্দ্রীয় জলশক্তি ও আদিবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু বলেন , জলশক্তি মিশনে রাজ্যের বাড়ি বাড়ি পানীয়জল পৌঁছে দেওয়া হচ্ছে । রাজ্যের জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীর শিক্ষার বিকাশেও কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়েছে । এজন্য গড়ে তোলা হচ্ছে একলব্য আবাসিক মডেল স্কুল । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ রেবতী ত্রিপুরা , বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল , বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা প্রমুখ । উপস্থিত ছিলেন এমডিসি হংসকুমার ত্রিপুরা , এমডিসি সঞ্জয় দাস সহ বিশিষ্ট জনেরা । সভাপতিত্ব করেন শচীন্দ্র ত্রিপুরা । দু’দিনব্যাপী বুইসু উৎসব উপলক্ষে প্রদর্শনী মন্ডপ খোলা হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য