হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামীকাল থেকে শুরু হবে ৩৬তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা। ১৫ দিনব্যাপী মেলা চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৯ জানুয়ারি বিকালে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান।
সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান, এবছর শিল্প ও বাণিজ্য মেলায় ৫৮০টি স্টল থাকবে। এরমধ্যে স্থানীয় শিল্পোদ্যোগীদের স্টল ছাড়াও জাতীয় স্তরের উদ্যোগীদের স্টল খোলা হবে। মেলায় সরকারি বিভাগ, রাষ্ট্রীয় মালিকাধীন সংস্থা, বেসরকারি কোম্পানি, স্থানীয় উদ্যোক্তা এবং কারিগর, আন্তর্জাতিক ও জাতীয় খ্যাতিসম্পন্ন প্রদর্শকরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। হস্তচালিত তাঁতের পণ্য, হস্তশিল্প, পোশাক, গহনা, আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও পণ্য, গৃহস্থালীর সামগ্রী, কৃষি সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য সহ স্বসহায়ক দলের বিভিন্ন পণ্যের প্রদর্শন থাকবে। এবারের ৩৬তম শিল্প ও বাণিজ্য মেলার থিম হলো ‘ত্রিপুরা: উত্তর-পূর্বের উদীয়মান শিল্প কেন্দ্র’। মেলার গরিমাকে প্রাধান্য দিয়ে এবারের শিল্প ও বাণিজ্য মেলায় থাকবে থিমভিত্তিক প্যাভিলিয়ন। যেমন, পি.এম. বিশ্বকর্মা প্যাভিলিয়ন, থিম প্যাভিলিয়ন, রিভার্স বায়ার-সেলার মিট, ফুড কোর্টের মতো ব্যবস্থাপনা। এছাড়াও প্রতিদিন মেলায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা দীপক কুমার প্রমুখ।



