Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যমধ্য প্রতাপগরে নেশা সামগ্রী সহ আটক ৩

মধ্য প্রতাপগরে নেশা সামগ্রী সহ আটক ৩

সরস্বতী পুজোর দিন সন্ধারাতে মধ্য প্রতাপগড় জগন্নাথবাড়ি রোড এলাকা থেকে নেশা সামগ্রী সহ এক মহিলা ও দুই পুরুষকে গ্রেফতার করে এডি নগর থানার পুলিশ ।সরস্বতী পূজার সন্ধ্যায় সংশ্লিষ্ট এলাকায় টহলে বেরিয়েছিলেন এসআই শআনু দেববর্মার নেতৃত্বে এডি নগর থানার পুলিশ। জগন্নাথবাড়ি রোড এলাকায় এক মহিলা ও দুই পুরুষকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তাদের বেগ তল্লাশি করে মোট ৬৩ বোতল এস্কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এনডিপিএস ধারায় মামলা নিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে ।ধৃতরা হলো নন্দিনী দেবী, বাড়ি বিহার। জিতেন্দ্র কুমার বাড়ি বিহার এবং সুভাষ নগর এলাকার নারায়ন বর্মন ।শনিবার এডি নগর থানার ওসি সুশান্ত দেব এই সংবাদ জানান ।তিনি জানান , ধৃতদের শনিবারই পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে ।উদ্ধারকৃত নেশা সামগ্রী গুলোর মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা হবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য