Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যএআইএম নীতি আয়োগের আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৬-এ অংশগ্রহণ করে শিক্ষার্থীরা গৌরব...

এআইএম নীতি আয়োগের আমন্ত্রণে প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৬-এ অংশগ্রহণ করে শিক্ষার্থীরা গৌরব বয়ে আনল

আটল ইনোভেশন মিশন (AIM), নীতি আয়োগ-এর পক্ষ থেকে নয়াদিল্লির কর্তব্য পথ-এ অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবস প্যারেড ২০২৬ প্রত্যক্ষ করার জন্য একটি মর্যাদাপূর্ণ আমন্ত্রণ পেয়ে নিজেদের প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করেছে একদল মেধাবী শিক্ষার্থী। উদ্ভাবন, সৃজনশীলতা এবং বিভিন্ন উদ্ভাবনভিত্তিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের এই সম্মান প্রদান করা হয়েছে।
ত্রিপুরা থেকে প্রতিনিধিদলের অংশ হিসেবে থাকছেন মাস্টার আদ্রিশ রক্ষিত (ষষ্ঠ শ্রেণি)মাস্টার সুবল অধিকারী (একাদশ শ্রেণি), তাঁদের সঙ্গে থাকবেন শ্রী সন্দীপ রায়, ATL ইনচার্জ, কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি আগরতলা এবং শ্রী জয়ন্ত কুমার রক্ষিত, (মাস্টার আদ্রিশ রক্ষিতের অভিভাবক)।

নির্বাচিত শিক্ষার্থীরা ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য, সামরিক শক্তি ও প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শনকারী এই বর্ণাঢ্য প্রজাতন্ত্র দিবস উদযাপন প্রত্যক্ষ করার এক অনন্য সুযোগ লাভ করবে। AIM, নীতি আয়োগ-এর আমন্ত্রণে অংশগ্রহণ করা নিঃসন্দেহে এক মহান সম্মান, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ ও উদ্ভাবনী চিন্তাধারার জাতীয় স্তরের স্বীকৃতি বহন করে।

এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। বিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী সঞ্জয় মালিক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের সুযোগ তরুণ প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে ও জাতির অগ্রগতিতে অর্থবহ অবদান রাখতে অনুপ্রাণিত করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ এআইএম, নীতি আয়োগ-এর আঞ্চলিক মেন্টর অব চেঞ্জড. রুমানা সিনহা সেহগাল-এর মূল্যবান দিকনির্দেশনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই উল্লেখযোগ্য সাফল্য ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে উদ্ভাবন, গবেষণা ও দেশগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

10 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য