জন্মদিনে বীর বিপ্লবী নেতাজী সুভাষ চন্দ্র বসুকে স্মরণ করল প্রদেশ কংগ্রেস। ১৩০ তম নেতাজী জন্ম জয়ন্তী উপলক্ষে শুক্রবার কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই উপলক্ষে জাতীয় পতাকা ,দলীয় পতাকা এবং অন্যান্য শাখা সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ।নেতৃবৃন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ।এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন ,যুব সমাজের কাছে দেশ প্রেমের অনুপ্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বসু ।তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সর্বাধিনায়ক ছিলেন।



