Friday, January 23, 2026
বাড়িখবররাজ্যব্লু লোটাস ক্লাবের ৫৫তম প্রতিষ্ঠা দিবস ও ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে...

ব্লু লোটাস ক্লাবের ৫৫তম প্রতিষ্ঠা দিবস ও ৭৭ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো অজন্তা উৎসব 2026

ধলেশ্বরী উৎসব–২০২৬ উপলক্ষে রক্তদান শিবির ও নানা কর্মসূচি, উপস্থিত মেয়র দীপক মজুমদার।
ব্লু লোটাস ক্লাবের উদ্যোগে ৭৭তম প্রজাতন্ত্র দিবস ও ক্লাবের ৫৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অজন্তা উৎসব–২০২৬ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ২০ থেকে ২৬ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চলা এই উৎসবকে ঘিরে ছিল একাধিক সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি।

২৩ জানুয়ারি সকাল ৭টা ৩০ মিনিটে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও মিষ্টি বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাব সদস্যদের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পাশাপাশি পুষ্প ও সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যা চলবে ২৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত।

পুষ্প বিভাগে গোলাপ, গাঁদা, ডালিয়া, জবা, চন্দ্রমল্লিকা ও রজনীগন্ধা—এই ছয়টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপরদিকে সবজি বিভাগে সিম, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, আলু, টমেটো ও লাউ প্রদর্শিত হয়।

এছাড়াও সকাল ১০টায় প্রতিদিন এলাকার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা প্রদান করা হয়। দুপুর ১টায় একক আবৃত্তি প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭টায় সমবেত আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি নবেন্দু ভট্টাচার্য, সমাজসেবক রানা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাব সদস্যরা।

স্বেচ্ছা রক্তদান শিবিরে প্রায় ৪০ জন রক্তদাতা রক্তদান করেন। মেয়র দীপক মজুমদার তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শ্রী ভূ-লোচন ক্লাবের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সমগ্র উৎসব জুড়ে এলাকায় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য