ভোক্তা আদালতের ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না ।বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।তিনি জানান ,আইনী বিষয়গুলি নজরে রেখেই সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি ভোক্তা আদালতে লঙ্কাকাণ্ড ঘটে ।আদালতের প্রেসিডেন্ট গৌতম সরকার মদামত্ত অবস্থায় কর্মীদের সাথে তর্ক জুড়ে দেন। আদালতে আসা আইনজীবীদের সাথেও তিনি বাজে ব্যবহার করেন বলে অভিযোগ ।এই বিষয়টি নিয়ে আইনজীবীরা সম্প্রতি প্রেসিডেন্টের অপসারণের দাবিতে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে এক সাক্ষাতে মিলিত হন ।মন্ত্রী আইনজীবীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান ।সে সময় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ,বার অ্যাসোসিয়েশনের সদস্যরা তার সাথে দেখা করতে এসেছিলেন ।তাদের কাছ থেকে বিস্তারিত তিনি শোনেন। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়ে কিছু আইনি জটিলতা রয়ে গেছে ।আইনি দিকটি লক্ষ্য রেখে শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি ।মন্ত্রী বলেন, আইনজীবীরা যা চাইছেন আমরাও তা চাইছি। ভোক্তা আদালতের ভেতরে যা ঘটেছে তা কোনমতেই কাম্য নয় ।রাজ্য সরকার এবং খাদ্য দপ্তর কোন অবস্থাতেই তা বরদাস্ত করবে না। আইনজীবীদের দাবি এবং সরকারের চাহিদাকে মাথায় রেখে আইনি বিষয়গুলি পর্যালোচনায় রেখে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।
উল্লেখ্য ,পশ্চিম জেলা ভোক্তা আদালতের প্রেসিডেন্ট গৌতম সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অফিসে মদ্যপান করে আসার অভিযোগ রয়েছে ।তিনি অফিসের প্রতিবন্ধী কর্মচারীদের সাথেও বাজে ব্যবহার করেন বলে অভিযোগ।



