গতকাল দুপুর দুটো নাগাদ প্যালেস কম্পাউন্ড স্থিত মৌমিতা দেববর্মা ডাইনিং রুমে খাবার খাচ্ছিলেন। সেই সময় চোরের দল উনার বাড়িতে হানা দিয়ে দামি কিছু পাছড়া সহ একটি টেবিল ফ্যান নিয়ে যায়। থানায় মামলা করা হলে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে চোরকে শনাক্ত করতে সক্ষম হয়। কুলাইয়ের বাসিন্দা সুরজ দেববর্মাকে আটক করে এবং চুরি যাওয়া সামগ্রী কাটাখাল এলাকা থেকে উদ্ধার করে। সুরজ দেববর্মা কে কোর্টে প্রেরণ করে দুদিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে। পাশাপাশি ১১ জানুয়ারি নয়নিয়ামুড়া এলাকার বাপন পালের বাড়িতে চার দিনের জন্য রং মিস্ত্রি কাজ করেছিল। পরবর্তীতে বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় ১৬ তারিখ স্বর্ণালংকার খুঁজতে গিয়ে দেখে বাড়িতে স্বর্ণালংকার নেই। থানায় মামলা করলে পুলিশ তদন্তক্রমে দুজন রংমিস্ত্রিকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করে একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণগুলি উদ্ধার করে পুলিশ এবং সেই দোকানদারকেও আটক করে। আটক করা দুই চোরের নাম সঞ্জয় শর্মা ও প্রতাপ দাস। তাদের বাড়ি চারিপাড়া। অপরদিকে যে দোকানে তারা বিক্রি করেছিল স্বর্ণ গুলি তার নাম বিমল রুদ্র পাল। তাকে আটক করা হয়।মঙ্গলবার পূর্ব থানায় এ তথ্য জানায় থানার ওসি সুব্রত দেবনাথ।



