বাড়ি কেনার হপ্তা না দেওয়ায় এক অসহায় মহিলাকে রাস্তায় ফেলে মারধোর। ছিনতাই করা হয় মহিলার টাকা ,মোবাইল ফোন এবং গলার হার ।অভিযোগের তীর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের 12 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি কৃষ্ণ সরকারের বিরুদ্ধে ।এই হপ্তা সংস্কৃতিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
শাসক দল বিজেপির একাংশের নেতৃত্ব হপ্তা এবং চাঁদাবাজির সংস্কৃতি চালিয়ে যাচ্ছে ,এই অভিযোগ নতুন কিছু নয় ।বরং হপ্তা এবং চাঁদাবাজির নমুনা বিভিন্ন ক্ষেত্রে উদ্বেগের সৃষ্টি করেছে। এর নবতম সংস্করণ প্রকাশ পেল রাজধানীর তের প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের প্রতাপগড় এলাকায়। প্রতাপগড়ের 12 নম্বর বুথ এলাকার এক অসহায় মহিলা ইতি দাস।তার স্বামী নেই। বিভিন্ন বাজারে হেঁটে হেঁটে চা বিক্রি করে দুই মেয়েকে নিয়ে সংসার চালান তিনি। দুর্গা পুজোর আগে বহু কষ্ট করে তের প্রতাপগড় এর 12 নম্বর বুথের অন্তর্গত মা গোসাইয়ের আশ্রম সংলগ্ন এলাকায় একটি বাড়ি কিনেন তিনি। অভিযোগ ,এই বাড়ি ক্রয় করাই অসহায় মহিলা ইতি দাসের কাল হয়ে ওঠে। তিনি তের প্রতাপগড় মন্ডলের ১২ নম্বর বিজেপির বুথ সভাপতি কৃষ্ণ সরকারের নেক নজরে পরে যান ।কৃষ্ণ সরকার ইতি দাসের কাছ থেকে বাড়ি কেনার জন্য ৯৬ হাজার টাকা দাবি করে। গত বছরের অক্টোবর মাস থেকেই এই টাকার জন্য বুথ সভাপতি কৃষ্ণ সরকার ইতি দাস কে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। সম্প্রতি এই হপ্তার প্রশ্নেই বুথ সভাপতি কৃষ্ণ সরকার ইতি দাসকে তার সাথে দেখা করার জন্য ফোনে জানিয়েছিলেন ।তিন দিনের মধ্যে তার সাথে দেখা করবেন বলে কথাও দিয়েছিলেন চা বিক্রেতা ইতি দাস। কিন্তু রবিবার আবার হপ্তার টাকা চেয়ে ইতিদাস কে ফোন করে কৃষ্ণ সরকার। ফোনে তাকে হুমকিও দেওয়া হয় ।এই পরিপ্রেক্ষিতে ভয় পেয়ে তিন হাজার টাকা সাথে নিয়ে মেয়ের সাথে কৃষ্ণ সরকারের বাড়ি যান ইতি দাস। তার হাতে ৩০০০ টাকা তুলে দিলে বুথ সভাপতি কৃষ্ণ সরকার এই টাকা ছুঁড়ে ফেলে দেন।তিনি কোনমতেই ৩০০০ টাকা নিতে রাজি হচ্ছিলেন না দেখে ইতি দাস বাড়ি ফিরে আসছিলেন ।এই সময় এলাকার কালী মন্দিরের সামনে কৃষ্ণ সরকার তার গুণধর পুত্র জিৎ সরকার ,স্ত্রী অপর্ণা সরকার এবং আরো দুইজন মহিলা ইতি দাসের পথ আটকে তাকে মারধোর শুরু করে ।তার কাছ থেকে ৩০০০ টাকা ,মোবাইল ফোন এবং গলার একটি চেইন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এই ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই ছিলেন বলে জানা গেছে। কিন্তু কেউ ভয়ে প্রতিবাদে এগিয়ে আসেননি ।রবিবার সন্ধ্যায় গোটা ঘটনাটি পূর্ব মহিলা থানার আধিকারিকের সামনে তুলে ধরেন অসহায় মহিলা ইতি দাস ।পরে তিনি সাংবাদিকদের সামনেও ঘটনাটি তুলে ধরেন।
জানা গেছে বিজেপির বারো নম্বর বুথের সভাপতি কৃষ্ণ সরকারের এই ধরনের হপ্তা এবং চাঁদাবাজির ঘটনায় বিজেপির তের প্রতাপগড় মন্ডলে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে ।ঘটনাটি আইনশৃঙ্খলাজনিত হওয়ায় স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর কাছে গেছে ।বিজেপি রাজ্য দপ্তরেও বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে বলে জানা গেছে।



