আগরতলা পুর নিগমের মেয়রের জন্মদিন উপলক্ষে আগরতলা পুর নিগমের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে চলছে নানাবিধ সামাজিক কর্মসূচী । নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিগমের মেয়রকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করছেন নিগমের কাউন্সিলররা । যথাক্রমে স্বচ্ছ ভারত অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা, পাশাপাশি ৭০ ঊর্ধ্বে বয়স্ক নাগরিকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়, যেখানে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, ডাক্তারি পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান এবং শিশুদের অংশগ্রহণে তিনটি বিভাগে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রবিবার এ ধরনের সামাজিক কর্মসূচীর অঙ্গ হিসাবে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে অসুস্থ রোগীদের পরিষেবা প্রদানের লক্ষ্যে অ্যাম্বুলেন্স প্রদান করা হয় পাশাপাশি আয়োজিত হয় একস্বেচ্ছায় রক্তদান শিবির। ১২ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়েছে। অক্সিজেন সাপোর্ট সম্পূর্ণ এই এম্বুলেন্সটি রোগীদের পরিষেবায় খুবই কার্যকারী। এখন থেকে ২৪ ঘন্টাই এম্বুলেন্সটি রোগীদের পরিষেবায় নিয়োজিত থাকবে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন নিজে সুস্থ থেকে সকলকে সুস্থ রেখে যেমন সমাজের সেবা করে যেতে পারি তার আশীর্বাদ রাখবেন কেননা বিধায়ক নির্বাচিত হিসাবে হওয়ার পর প্রথমবারের মতো বিধায়ক এলাকার উন্নয়নের টাকায় কিছু একটা দান করতে পেরে খুবই ভালো লাগছে তাছাড়া রামনগর এলাকার প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত অনেকটি সামাজিক সংস্থা এবং ক্লাবকে অ্যাম্বুলেন্স প্রদান করেছিল কিন্তু সেগুলি সেভাবে রক্ষণাবেক্ষণ করেনি ক্লাব এবং সামাজিক সংস্থাগুলি। ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে সরকারি টাকার অপচয় হয় পাশাপাশি যিনি প্রদান করেছেন তার ইচ্ছার অপমৃত্যু ঘটে। আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রথম প্রদান করা অ্যাম্বুলেন্সটি জনগণের সেবায় আসবে তার আশা রাখি। পাশাপাশি এই দিন তিনি রক্তদান শিবির আয়োজন করা নিয়ে বলেন স্বেচ্ছায় রক্তদান চাহিদা এবং যোগানের ভেতর ভারসাম্য রক্ষা করে। কাজেই সকলকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত বলে জানান তিনি ।
মেয়র ছাড়াও এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ অন্যান্যরা।



