Tuesday, January 20, 2026
বাড়িখবররাজ্যআগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের "নীলজোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান" অনুষ্ঠিত হচ্ছে ১৫ই মার্চ

আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের “নীলজোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান” অনুষ্ঠিত হচ্ছে ১৫ই মার্চ

রাজ্যের ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকের সর্ব বৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ২০২৫ এর “নীলজোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান” পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১৫ মার্চ আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। আজ আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মার্চ সকাল এগারোটায় এই ত্রিপুরা ক্রীড়া সম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হবে। ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী এবার ছয়টি ইভেন্টের বিশিষ্ট ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠককে সম্মান জানানো হবে। এই ছয়টি ইভেন্ট হচ্ছে ফুটবল, ক্রিকেট, যোগাসন, আথলেটিকস, জিমন্যাস্টিকস এবং সাঁতার। পাশাপাশি আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মান গৌতম কর ভৌমিক এবং বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার ও দেয়া হবে রাজ্যের দুজন ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিক। এছাড়া আজকের বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে যে ,রাজ্য ক্রিকেটে নয়া ইতিহাস সৃষ্টি করে বিসিসিআই র জাতীয় সিনিয়র   রনজি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরার হয়ে শততম ম্যাচ খেলার জন্য মনি শংকর মুড়া সিং এবং মহিলাদের জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরার হয়ে  শততম ম্যাচ খেলার জন্য অন্নপূর্ণা দাসকে সম্মানিত করা হবে। প্রসঙ্গত গত বছর থেকে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এই নীলজোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান পুরস্কার চালু করা হয়েছে। এবছর তা দ্বিতীয় বছরে পদার্পণ করবে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য