মানব সেবাও এক প্রকারের প্রাকৃতিক বিষয়। প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়েই আমরা এই কাজ করি। শনিবার রেডক্রস সোসাইটির উদ্যোগে ১৬ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।
ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির রাজ্য শাখার উদ্যোগে শনিবার আগরতলা পৌর নিগমের ১৬ নম্বর ওয়ার্ডে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ।পরে উপস্থিত দুস্থ জনদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথি রা ।এই অনুষ্ঠান প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ,শীত বস্ত্র প্রদান করার মধ্য দিয়ে একটা আত্মতৃপ্তির বিষয় থাকে ।যারা বিতরণ করছেন তাদের কাছে বিষয়টি আনন্দের ।এই ধরনের অনুষ্ঠানে যারা পাচ্ছেন তাদের থেকে আরও বেশি কৃতার্থ যারা দিচ্ছেন তারা। কারণ এতে মানুষকে উপহার দেওয়ার সুযোগ পাওয়া যায়। মুখ্যমন্ত্রী বলেন ,প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় ।সূর্যের আলো ,জল, বাতাস এসব আমরা প্রকৃতির কাছ থেকে বিনামূল্যে পাই। প্রকৃতির এই বিষয় থেকে অনুপ্রাণিত হয়ে আমরা মানবসেবার কাজে অংশগ্রহণ করি। এই কাজটাই আমরা এখানে করছি ।তাই এই ধরনের কাজ প্রকৃতিরই একটা অন্যতম বিষয় বলে মনে করেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা দিলাম আপনারা পেলেন ।এখন নিজেকে কিভাবে রক্ষা করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। তিনি আরো বলেন ,সমাজে একটা গিভ এন্ড টেক পলিসি থাকা উচিত ।কিছু একটা আপনাদেরও করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য যে ,এই নিয়ে ৮ টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে পাঁচটি ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হলো।



