ধর্মীয় ভাবগাম্ভীর্য ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার উদয়পুরের ঐতিহ্যবাহী শক্তিপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে এলেন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। মন্দির প্রাঙ্গণে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পাশাপাশি উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক রঞ্জিত দাস, বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় সহ ভারতীয় জনতা পার্টির একাধিক নেতা-কর্মী এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। মন্দিরে পৌঁছে প্রথমে আসাম মুখ্যমন্ত্রী মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে বিধিবদ্ধভাবে পুজো অর্চনা করেন এবং রাজ্যবাসীর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। পরবর্তীতে তিনি মন্দির চত্বরে অবস্থিত শিব মন্দিরেও পূজা দেন। এই সময় মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আবহ ও ভক্তিমূলক পরিবেশ লক্ষ্য করা যায়।
আসাম মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে আগেভাগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়। ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে এই সফর ঘিরে উৎসাহ ও কৌতূহল দেখা যায়। উল্লেখ্য, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির রাজ্যের অন্যতম প্রধান শক্তিপীঠ হিসেবে পরিচিত। আসাম মুখ্যমন্ত্রীর এই ধর্মীয় সফর দুই রাজ্যের পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।



