Saturday, January 10, 2026
বাড়িখবররাজ্যগতকাল ১১,৯৩,৬০৮ টাকার বই বিক্রি সপ্তম দিনে বইমেলা মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান

গতকাল ১১,৯৩,৬০৮ টাকার বই বিক্রি সপ্তম দিনে বইমেলা মঞ্চে বিভিন্ন অনুষ্ঠান

হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত ৪৪তম আগরতলা বইমেলার আজ ছিল সপ্তম দিন। গতকাল ষষ্ঠ দিনে বইমেলায় মোট ১১,৯৩,৬০৮ টাকার বই বিক্রি হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত আজ বইমেলার কবি সম্মেলন ও বই প্রকাশ মঞ্চে পশ্চিম জেলা ও ধলাই জেলার মোট ৪০ জন কবি বাংলা ভাষায় স্বরচিত কবিতা পাঠ করেন। সঞ্চালনা করেন কবি নকুল দাশ। এছাড়া এই মঞ্চে ‘৭৫ বছরে ভারতীয় সংবিধান, ন্যায়, সততা ও ঐক্যের দলিল’ শীর্ষক এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আলোচনায় অংশ নেন ড. পঙ্কজ চক্রবর্তী, ড. সুরজিৎ সেন, কবি নকুল দাশ ও অজিত মিত্র। এছাড়া এই মঞ্চে ‘মিট দি অথার’ শীর্ষক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। আলোচনাচক্রে রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, ডা. অশোক সিনহা, চন্দন দেবনাথ ও পার্থ ঘোষ অংশ নেন। অতিথিগণ নীহারিকা প্রকাশনীর প্রকাশক তীর্থঙ্কর দাসের ২টি বাংলা বইয়ের আবরণ উন্মোচন করেন।

ইকফাই বিশ্ববিদ্যালয় (ত্রিপুরা)-এর এলাইড হেলথ সায়েন্সেস বিভাগের ফ্যাকাল্টিগণ আজ বিনামূল্যে ৩১ জনের ব্লাড প্রেসার, ব্লাড সুগার রেন্ডম ও বি.এম.আই. পরীক্ষা করেন। আজ দেশপ্রেমিক বাল গঙ্গাধর তিলক স্মৃতি মঞ্চে ধলাই জেলার শিল্পীগণ শাস্ত্রীয় সংগীত, যন্ত্রানুসংগীত ও একক সংগীত পরিবেশন করেন। এছাড়া জনজাতি শিল্পীগণ সমবেত নৃত্য পরিবেশন করেন। শ্রুতিনাটক পরিবেশন করেন কমল মজুমদার ও সুপ্রিয়া চৌধুরী। বাঁশীবাদনে অংশ নেন নারিসিং জমাতিয়া। সঞ্চালনা করেন শিল্পী রাকা বিশ্বাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য