রাজ্য সরকার নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে দূরে সরিয়ে রাখার লক্ষ্যে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। তবে এক্ষেত্রে ১০০ শতাংশ সফলতা আসতে গেলে সমাজের সব অংশের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আজ ফটিকরায় দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস একথা বলেন। ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীদের মানবিক মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের দিনে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষের ভীষণ প্রয়োজন। সবার সক্রিয় অংশগ্রহণেই বাল্যবিবাহ থেকে শুরু করে সমাজে নানা অপকর্মের বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী ফটিকরায় দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের অতীতের স্মৃতিচারণ করে বলেন, এই বিদ্যালয় মহকুমাবাসীর কাছে গর্বের। অনেক কৃতি ছাত্রছাত্রী এই বিদ্যালয় থেকে পাশ করে আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, অনুষ্ঠানের সভাপতি প্রাক্তন শিক্ষক নীলকান্ত সিনহা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা দত্ত কর, রাজনগর পঞ্চায়েতের উপপ্রধান সুব্রত দাস, বিদ্যালয়ের এসএমসি’র চেয়ারপার্সন রমাপদ দে প্রমুখ। অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস কবি কৌশিকের লেখা কবিতার বই ‘ফটিক জল’র আবরণ উন্মোচন করেন।



