অল দ্যা ইন্ডিজেনিয়ার্স পিপলস অফ ত্রিপুরা সহযোগিতায় ত্রিপুরা ইন্ডিজেনিয়ার্স স্টুডেন্ট ফেডারেশন (TISF) এর উদ্যোগে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয় । মূলত গত কয়েকদিন আগে দেরাদুনে এঞ্জেল চাকমা নামে এক স্টুডেন্টকে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করে মারা হয় এবং পরবর্তী সমস্যা সে মৃত্যুর কোলে ঢলে পড়েন , তার এই প্রতিবাদ জানিয়ে আজ ত্রিপুরা ইন্ডিজেনিয়ার্স স্টুডেন্ট ফেডারেশন এই মোমবাতি মিছিল সংঘটিত হয় এদিন এই মোমবাতি মিছিলের উপস্থিত ছিলেন ইউথ তিপ্রা ফেডারেশন সভাপতি সুরজ দেববর্মা সহ এডিসি CEM পূর্ণ চন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা । ঐদিন আগরতলা আস্তাবল ময়দানের সামনে থেকে রেলি শুরু করে শহরের বিভিন্ন পথ ঘুরে উজ্জয়ন্ত প্যালেসের সামনে গিয়ে রেলিটি শেষ হয় ।



