কৌরবস্ ক্লাবের ৬৯ প্রতিষ্ঠা দিবস এবং স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিবস উপলক্ষ্যে রক্তদান শিবির ও ৫ দিন ব্যাপী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড হাতে নিয়েছে সুভাসপল্লী, আগরতলার কৌরবস্ ক্লাব কর্তৃপক্ষ। রবিবার ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠান সূচি তুলে ধরেন ক্লাব সভাপতি মনিলাল বনিক সহ ক্লাব সম্পাদক রাজেশ দে। কর্মসূচির ভেতরে রয়েছে দুসরা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট। যার এন্ট্রি ফিঃ রয়েছে ১০০০ টাকা। সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ান দলকে দেওয়া হবে ৮০০০ টাকা। পাশাপাশি রানার্স রানার দল পাবে ৫০০০ টাকা।
১০ই জানুয়ারি অনুষ্ঠিত হবে মেগা রক্তদান শিবির, পাশাপাশি এলাকার দুস্থদের মধ্যে শীত বস্ত্রদান। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান। অনুষ্ঠানে থাকতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। থাকছে বসে আঁকো প্রতিযোগিতা, নিত্য প্রতিযোগিতা সহ একাধিক প্রতিযোগিতা। আজকের এই সাংবাদিক সম্মেলনে এলাকার সকলের অংশগ্রহণ কামনা করে ক্লাব কর্তৃপক্ষ।



