রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু ত্রিপুরা বিধানসভা ভবন প্রাঙ্গনে আজ ত্রিপুরা বিধানসভার প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজাপাল বলেন, বিশ্ববন্ধু সেন বিধানসভার এক জনপ্রিয় অধ্যক্ষ এবং রাজ্যের বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলারও এক জনপ্রিয় নেতা ছিলেন। প্রয়াত অধ্যক্ষের স্মৃতিচারণ করে রাজ্যপাল বলেন, যখনই তিনি উত্তর জেলা পরিদর্শনে যেতেন তখন প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাঁর সাথে সাক্ষাৎ করতে আসতেন এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করতেন। তিনি বলেন, প্রয়াত অধ্যক্ষ বিধানসভার কর্মপ্রক্রিয়ায়ও তাঁর দীর্ঘ দিনের অভিজ্ঞতার ছাপ রেখে গেছেন।
রাজ্যপাল বলেন, আজ বিশ্ববন্ধু সেন আমাদের মাঝে না থাকলেও তাঁর কাজের ধারাকে তাঁর অনুগামীদের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি প্রয়াত বিধানসভা অধ্যক্ষের আত্মার সদগতির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন এবং পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।



