বৈষ্ণবাচার্য শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীর ১২২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে আগরতলায় এক মানবিক ও ভক্তিমূলক কর্মসূচির আয়োজন করা হয়। শ্রী শ্রী মহানাম যজ্ঞের বার্ষিক উৎসবের অঙ্গ হিসেবে এই দিনে প্রায় ৪০০ জনেরও বেশি দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্রের সঙ্গে মিষ্টি ও ফল বিতরণ করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর সঞ্জয় নাথ, পাশাপাশি নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সভাপতি ও সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। অতিথিরা তাঁদের বক্তব্যে বৈষ্ণবাচার্য শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীর জীবনাদর্শ, ভক্তি আন্দোলন ও মানবসেবার গুরুত্ব তুলে ধরেন।বক্তারা বলেন, শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীর আদর্শ ছিল—ভগবদ্ভক্তির সঙ্গে মানবকল্যাণ। তাঁর আবির্ভাব উৎসব উপলক্ষে দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র, মিষ্টি ও ফল বিতরণ সেই মানবিক দর্শনেরই বাস্তব রূপ। শীতের সময় এই সহায়তা প্রাপক মানুষদের কিছুটা হলেও স্বস্তি দেবে বলে আশা প্রকাশ করা হয়। অনুষ্ঠান জুড়ে চলে হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক পরিবেশ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়া এই কর্মসূচিতে এলাকার বহু ভক্ত ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও এ ধরনের ধর্মীয় ও সমাজসেবামূলক উদ্যোগ অব্যাহত রেখে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখাই তাঁদের প্রধান লক্ষ্য।



