তেলিয়ামুড়া প্রতিনিধি:
এই সময়ের মধ্যে সমবায় সম্পর্কে ধারণা বদলে গেছে। একটা সময়ে পরিকল্পনা করে ত্রিপুরা রাজ্যের গোটা সমবায় ব্যবস্থাকে দুমড়ে মোচড়ে দেওয়া হয়েছিল। তবে বর্তমান সরকার পরিকল্পনা করে সমবায়কে বলিষ্ঠ করার মধ্য দিয়ে প্রকৃত অর্থে বলিষ্ঠ সমাজ গঠন করার জন্য এগিয়ে চলেছে এবং রাজ্যজুড়ে ধীরে ধীরে সমবায় গুলো অন্যতম ভরসার কেন্দ্রবিন্দুতে নিজেদের প্রতিষ্ঠিত করছে। তবে এখানে থেমে থাকলেই চলবে না আগামী দিনে মানুষের প্রয়োজনে আক্ষরিক অর্থে সমবায় গুলিকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যেতে হবে। তেলিয়ামুড়াতে প্রাইমারি মার্কেটিং এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থেকে উপরে উল্লেখিত কথাগুলো বলছিলেন রাজ্যের সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। পাশাপাশি এদিন মন্ত্রী দাবি করেন শুধুমাত্র তেলিয়ামুরা না গোটা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে সমবায় গুলো বিভিন্ন কাজকর্মের মধ্য দিয়ে সমাজকে নতুনভাবে পথ দেখাচ্ছে যেটা রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থার মান উন্নয়নে ভূমিকা পালন করছে।
একই রকম ভাবে স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার সরকারি পক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় আজকের এই আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে সমবায় ব্যবস্থাকে সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে ক্রমান্বয়ে আরো বলিষ্ঠ করার আহ্বান রাখেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন প্রতিবছরের মতো এবারও যথেষ্ট সারা তৈরি করে তেলিয়ামুড়াতে প্রাইমারি মার্কেটিং এর বার্ষিক সাধারণ সভায় উপরে উল্লেখিত মন্ত্রী বিধায়িকা ছাড়াও বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এদিনের এই আয়োজন মঞ্চ থেকে একদিকে যেমন প্রাইমারি মার্কেটিং এর কাছে গ্যাস ডিস্ট্রিবিউটারের দায়িত্ব দেওয়ার দাবি উঠে, একই রকম ভাবে কোল্ড স্টোরেজের দাবিও করা হয়েছে। এর পাশাপাশি আয়োজকদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর ফান্ডে কুড়ি হাজার টাকা দান করা হয়েছে।



