Monday, December 22, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই পুর পরিষদের উদ্যোগে জেলা হাসপাতাল চত্বরে উদ্বোধন হলো সম্পূর্ণা নামের একটি...

খোয়াই পুর পরিষদের উদ্যোগে জেলা হাসপাতাল চত্বরে উদ্বোধন হলো সম্পূর্ণা নামের একটি ক্যান্টিন।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২শ ডিসেম্বর..…..সোমবার দুপুরে খোয়াই জেলা হাসপাতালে খোয়াই পুর পরিষদের উদ্যোগে জেলা হাসপাতাল চত্বরে উৎভোধন হল সম্পূর্ণা নামক একটি ক্যান্টিনের। সম্পূর্ণা নামক ক্যান্টিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উৎভোধক খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, খোয়াই জিলা পরিষদের সদস্য অনুকূল দাস, জেলা হাসপাতালের চিকিৎসক অরিন্দম দেববর্মা পুরো পরিষদের কাউন্সিলর গন সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উৎভোদক দেবাশীষ নাথ শর্মা জানান মহিলাদের স্বশক্তিকরণ করার লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে সহায়ক দলের মাধ্যমে এইরকম কর্মসূচির দায়িত্ব দেওয়া হচ্ছে সহায়ক দলগুলিকে। উল্লেখ্য খোয়াই জেলা হাসপাতালের সম্পূর্ণা ক্যান্টিন টি পরিচালনা করার দায়িত্ব প্রদান করা হয়েছে টাপুর টুপুর নামক সসহায়ক দলকে। পুর পিতা উনার আলোচনাতে তিনি বলেন সম্পূর্ণ ক্যান্টিনে অর্থাৎ টাপুর টুপুর সহায়ক দল পরিচালিত এই ক্যান্টিনে যে খাবারগুলি পরিবেশন করা হবে সেই খাবারগুলো সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি এবং সুলভ মূল্যে পাওয়া যাবে। বিশেষ করে রোগী এবং রোগীর সাথে থাকা আত্মীয়-স্বজনদের কথা চিন্তা করে এই ক্যান্টিনের উদ্বোধন। শুধু তাই না খোয়াই সহরের বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যান্টিনের উদ্বোধন করা হবে বলে জানান পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য