বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ২২শ ডিসেম্বর…..এক অভিযোগর ভিত্তিতে অবৈধভাবে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দিল খোয়াই মহকুমা শাষক গত শনিবার। ঘটনার বিবরণে জানা য়ায় খোয়াই পুর পরিষদের অন্তরগত ৪ নং ওয়ার্ড অর্থাৎ খোয়াই দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের পেছনের পাড়ার রাস্তার দুই পাশের দুটি বড় বড় পুকুর ভরাটের কাজ চলছিল গত বেশ কিছুদিন ধরে।একেত ঘন বসতি এলাকা এর মধ্যে চলছে বিনা অনুমতিতে পুকুর ভরাটের কাজ। তাতে করে বড় বড় ট্রাক দিয়ে রাত দিন পুকুর ভরাটের কাজ চলছিল।এই পুকুর ভরাটের কাজে নিয়োজিত মাটি ভর্তি ট্রাক গুলি আসা যাওয়ার কারণে ঐ এলাকার রাস্তাঘাট ভেঙ্গে গভীর খাতের শৃষ্টি হয়। শুধু তাই না মাটি বোঝাই গাড়ি গুলি আসা যাওয়ার ফলে মাটির নিচে থাকা সমস্ত পানিয় জলের পাইপ লাইন গুলিও ফেটে যায় বলে জানা যায়। তাতে একসময় ক্ষিপ্ত হয়ে এলাকার মা, বোনরা নাকি কিছু সময় ঐ দিন এলাকার রাস্তা অবরোধ করে রাখে।এও জানায়ায় এলাকার এক প্রভাবশালী বিজেপি নেতার ইশারায় এই পুকুর ভরাটের কাজ চলছিল। এই এলাকার কাউন্সিলরকে এই ঘটনা জানানো হলেও নাকি তিনি এই গুরুতর বিষয়টিকে আমল দেয়নি বলেও জানা যায়।শেষে শনিবার সন্ধ্যায় খোয়াই মহকুমা শাষক অবৈধভাবে পুকুর ভরাটের কাজর খবর পেয়ে দ্রুত একজন ডেপুটি কালেক্টর এবং একজন তহশিলদারকে ঘটনা স্থলে পাঠালে তার সত্যতা পান।এর পর পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন মহকুমা শাষক। অন্যদিকে এই বিষয়ে সোমবার দুপুরে মহকুমা শাসকের সাথে কথা বললে তিনি জানান পুকুর ভরাট কারিরা কোন ধরনের বৈধ অনুমতি ছাড়াই অবৈধভাবে পুকুর গুলি ভরাট করছিল যা আইন বিরোধী কাজ।এর জন্য তাদেরকে জরিমানা করা হবে বলে জানান খোয়াই মহকুমা শাষক। খোয়াই মহকুমা শাসক এও জানান অনেক ক্ষেত্রে পুকুর ভরাটের অনুমতি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে তাও বিশেষ বিশেষ ক্ষেত্রে। কিন্তু কোন জলাশয়কে বাস্তু বানানোর জন্য সেই জলাশয়ে মাটি ভরা করার কোন অনুমতি দেয় না প্রশাসন। তবে পুকুর ভরাট করার ক্ষেত্রে যেকোনো সাধারণ মানুষ নিয়ম নীতি অনুযায়ী মহকুমা শাসকের কাছে আবেদন করতে পারে । এই আবেদনের পরিপ্রেক্ষিতে বৈধতা যাচাই করার পরই প্রশাসন পুকুরে মাটি ভরার অনুমতি দেন,তাও বিশেষ বিশেষ ক্ষেত্রে। এই বিষয়ে মহকুমা শাসক সবার প্রতি আহ্বান রাখেন যাদের বিশেষ কোনো কারণবশত পুকুর ভরাটের প্রয়োজন বোধ রয়েছে তারা যেন সঠিকভাবে কাগজপত্র নিয়ে মহকুমা শাসক অথবা জেলা শাসকের কাছে আবেদন করে। এবং ওই আবেদনের উপর নির্ভর করে প্রশাসন পুকুর ভরাটের বৈধতাকে যাচাই করেই ভরাটের অনুমোদন দেন বলে জানান। অন্যায় ভাবে অথবা অবৈধভাবে যারা পুকুর ভরাট করবে তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানাও করা হতে পারে বলে জানান মহকুমা শাসক।



