রবিবার এমজিএন রেগা-র নাম পরিবর্তন করে হওয়া ‘জি রামজি বিল’ অবিলম্বে বাতিলের দাবিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে বিক্ষোভ প্রদর্শন করলো কংগ্রেস কর্মী সমর্থকরা এবং মিছিল শেষে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে প্রতিবাদ দেখায় এরা । এদিনের কর্মসূচি থেকে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান কেন্দ্রীয় সরকার কর্পোরেট গোষ্ঠীকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলছে। যার ফলে দেশের ধনী গোষ্ঠীর স্বার্থরক্ষার লক্ষ্যেই একের পর এক প্রকল্প ঘোষণা হচ্ছে, আর এতে দেশের সাধারণ মানুষের আর্থিক ভিত ভেঙে পড়ছে।
এছাড়া রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ, বিমান, জল পরিবহণ, রেল পরিষেবা সহ লাভজনক আর্থিক প্রতিষ্ঠান বেসরকারিকরণের পথে যাচ্ছে। যার ফলে বেকারত্বের হার বাড়া, মজুরি কমে যাওয়া এবং সামাজিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তাহীনতা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি । পাশাপাশি সংসদ অধিবেশনে ‘শ্রম কোডের নামে যে আইনগুলি আনা হয়েছে, তা কার্যত শ্রমজীবী ও কৃষিজীবী মানুষের অধিকার কেড়ে নিয়েছে, কেননা এই আইনগুলির মাধ্যমে শ্রমজীবী মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ।



