রবিবার তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মনের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলন আয়জিত হয় । এদিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আসন্ন এডিসি নির্বাচনে একক শক্তিতে লড়াই করার স্পষ্ট বার্তা দেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন ।
এছাড়া আসন্ন এডিসি নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রীর ২৮টি আসনে জয়ের দাবীর পরিপ্রেক্ষিতে তিনি মন্তব্য করে জানান যদি বিজেপি ২৮ টি আসনে লড়াই করে তাহলে তিপ্রামথা সেই ২৮টি আসনে একা লড়াই করবে , তখন তারা বুঝতে পারবে যে এরা কি আসলে ২৮টি আসনে জয় পাবে নাকি ২টা তে । সময় এলে এর রায় দেবে রাজ্যের জনগণ। এছাড়া তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মন বলেন মুখ্যমন্ত্রী এবং তিনি নিজে কেউই সন্ত্রাস চাননা। তবে মুখ্যমন্ত্রীর উচিত আগে নিজের দলের নেতা-মন্ত্রীদের নিয়ন্ত্রণ করা। কারণ, বিজেপির কিছু নেতা-মন্ত্রীর ভাষা ও মন্তব্য কেবল জোট শরিকদের প্রতি অসম্মানজনকই নয়, বিরোধীদের ক্ষেত্রেও তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় বলে ।
তার পাশাপাশি এদিন তিপ্রাসা চুক্তি নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলে তিনি অভিযোগ করেন যে , ভারত সরকার তিপ্রাসা চুক্তিকে সমর্থন করলেও রাজ্য সরকারের একাংশ নেতৃত্ব এই চুক্তি সফল হোক তা চাইছে না। এই দ্বিচারিতাই চুক্তি বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানান । এছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তিপরা মথা একটি আঞ্চলিক দল হওয়া সত্ত্বেও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের উপর আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে। প্রদ্যোতের বক্তব্য, বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগ দেওয়া হলেও উত্তর-পূর্ব ভারতের ক্রিকেটারদের প্রাপ্য সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি প্রশ্ন তোলেন, আইপিএলে যেখানে বাংলাদেশের ক্রিকেটারকে কোটি টাকায় কেনা হয়েছে, সেখানে রাজ্যের প্রতিভাবান ক্রিকেটার মনিশঙ্কর মুরাসিংকে কেন নেওয়া হল না—এই প্রশ্নের উত্তর কারা দেবে বলে ? প্রশ্ন রাখেন তিনি ।



