Sunday, December 21, 2025
বাড়িখবররাজ্য৪৪তম আগরতলা বইমেলা: পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত

৪৪তম আগরতলা বইমেলা: পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত

আগামী ২ জানুয়ারি থেকে ১৩দিনব্যাপী ৪৪তম আগরতলা বইমেলা হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হবে। চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। আসন্ন এই বইমেলাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আজ বইমেলা পরিচালন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বইমেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। ৪৪তম আগরতলা বইমেলার মূল থিম হলোঃ “বন্দেমাতরম”। পরিচালন কমিটির সভায় আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, দক্ষিণ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক, শিশু কল্যাণ পরিষদের চেয়ারপার্সন অস্মিতা বণিক, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, আগরতলা পুর নিগমের কমিশনার দিলীপ কুমার চাকমা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদাস দেববর্মা, আমতলী থানার এসডিপিও পারমিতা পান্ডে, ত্রিপুরা (কেন্দ্রীয়) বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ড. অরুণোদয় সাহা, ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সভাপতি শুভব্রত দেব, সম্পাদক অজিত দেববর্মা, অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম চক্রবর্তী, বুক সেলার্স এন্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক রাখাল মজুমদার, বিশিষ্ট লেখক নন্দ কুমার দেববর্মা, স্টিয়ারিং কমিটির সদস্য ও সদস্যাগণ ছাড়াও অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা, শচীন দেববর্মণ স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন, বিদ্যুৎ, ত্রিপুরা মেডিকেল কলেজ, টিআরটিসি, শিক্ষা দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

সভায় আলোচনায় অংশ নিয়ে বইমেলা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার আসন্ন ৪৪তম আগরতলা বইমেলাকে সার্বিকভাবে সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বইমেলা মননের উৎসব। আমাদের প্রত্যাশা আসন্ন বইমেলায় আরও বেশি সংখ্যায় পুস্তক প্রকাশক, পুস্তক বিক্রেতা, বই প্রেমী, সংস্কৃতি প্রেমী, সাহিত্যিক ও গুণীজন অংশ নেবেন। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে জ্ঞান আহরণের আগ্রহ তুলনামূলকভাবে অনেক বেড়েছে। তাদের মধ্যে বই পড়ার আগ্রহ আরও বাড়ানোর জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

সভায় আলোচনায় অংশ নিয়ে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বলেন, বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। অনুষ্ঠানে আগরতলা সহ বিভিন্ন জেলা ও বহিরাজ্যের শিল্পীরাও অংশগ্রহণ করবেন।

ত্রিপুরা (কেন্দ্রীয়) বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ড. অরুণোদয় সাহা আলোচনায় অংশ নেন। সভায় আলোচনার সূচনা করে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য বলেন, আসন্ন বইমেলায় পুস্তক প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের অংশ নেবার জন্য স্থানীয় এবং জাতীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বইমেলায় অংশ নেবার জন্য ইতিমধ্যে ১৬৭টি আবেদনপত্র দপ্তরের কাছে জমা পড়েছে। তিনি জানান, গতবছর বইমেলায় মোট ১৮০টি স্টল ছিল। ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক বইমেলায় এটিএম কাউন্টার খুলবে। এছাড়া থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবা, অগ্নি নির্বাপনের গাড়ি, স্বেচ্ছাসেবক, আপদামিত্র প্রভৃতির ব্যবস্থা। এবারের বইমেলায় কবি সম্মেলন, বই প্রকাশ, বিভিন্ন বিষয়ে আলোচনাচক্র, ক্যুইজ প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা ছাড়াও ৮ জেলা ও বহিরাজ্য মিলিয়ে পাঁচ শতাধিক শিল্পী যাতে অংশ নিতে পারেন তারজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এবার বইমেলায় বিভিন্ন বিভাগে ১১টি পুরস্কার দেওয়া হবে। গতবছর ১৪টি পুরস্কার দেওয়া হয়েছিল। অধিকর্তা জানান, ধীরেন্দ্র কিশোর স্মৃতি পুরস্কার, কালী কিঙ্কর দেববর্মা স্মৃতি পুরস্কার ও ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার এখন থেকে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বইমেলায় পাঠক ও বইপ্রেমী বিনামূল্যে যাতে আসা যাওয়া করতে পারেন সে লক্ষ্যে চন্দ্রপুর, রাধানগর, রবীন্দ্রভবন এবং বটতলা থেকে সরকারি বাসের ব্যবস্থা থাকবে। সভায় অগ্নি নির্বাপক ও জরুরী পরিষেবা, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য ও সংস্কৃতি, টিআরটিসি, বিদ্যুৎ, এসডিপিও আমতলী, গ্রামোন্নয়ন প্রভৃতি দপ্তরের আধিকারিকগণ সহ পাবলিশার্স গিল্ড, বুক সেলার্স-এর প্রতিনিধিগণ নিজ নিজ মতামত তুলে ধরেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য