Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যকৈলাসহরের সুসংহত আয়ুষ হাসপাতালে হোমিওপ্যাথি দিবস উদযাপন

কৈলাসহরের সুসংহত আয়ুষ হাসপাতালে হোমিওপ্যাথি দিবস উদযাপন

কৈলাসহরের সুসংহত আয়ুষ হাসপাতালে গতকাল স্যামুয়েল হ্যানিমেনের ২৬৭ তম জন্মদিবসে উপলক্ষে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন করা হয় । অনুষ্ঠানের উদ্বোধন করেন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় । উদ্বোধকের ভাষণে শ্রীমতি দেবরায় বলেন আয়ুষ মন্ত্রকের অধীনে আয়ুর্বেদিক , ইউনানি , যোগা , সিদ্ধা ও হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি রয়েছে । জনগণকে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে সচেতন করে এই চিকিৎসা গ্রহণে উৎসাহ দিতে হবে । এই চিকিৎসায় ব্যাপক সরকারী সহায়তা দেওয়া হয় এবং চিকিৎসা খরচও কম । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুসংহত আয়ুষ হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক ডা . নিমন চাকমা । সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত হোমিও চিকিৎসক সুশান্ত সিনহা । বক্তব্য রাখেন কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন নীতিশ দে ও সাংবাদিক অনুপম ভট্টাচার্য । অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় মুক্ত ক্যুইজ । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্কার ভারতীর শিল্পীবৃন্দ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য