Wednesday, December 24, 2025
বাড়িখবররাজ্যবিজয় দিবস উপলক্ষ্যে এলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে রাজ্যপালের শ্রদ্ধা জ্ঞাপন

বিজয় দিবস উপলক্ষ্যে এলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে রাজ্যপালের শ্রদ্ধা জ্ঞাপন

আজ বিজয় দিবস উপলক্ষ্যে আগরতলায় এলবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে ভারতের বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ, রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, মেজর জেনারেল এস এস কার্তিকেয় এবং ভারতের সেনাবাহিনীর ও আধা সামরিক বাহিনীর পদস্থ আধিকারিকগণ সকালে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বলেন, ১৯৭১ সালে যুদ্ধের সময় ত্রিপুরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। ঐ সময়ের পূর্ব পাকিস্থান থেকে ব্যাপক সংখ্যায় শরণার্থী ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। ঐসময় ভারত সরকার বাংলাদেশের সংগ্রামী মানুষের পাশে দাঁড়িয়েছিল। ভারতীয় বীর জওয়ানদের আত্মত্যাগের ফলে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল। তাদের আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য