প্রতিনিধি: তেলিয়ামুড়া, স্বাস্থ্য সচেতনতা ও মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস-চেয়ারম্যান নির্মল সূত্রধরের নেতৃত্বে সম্প্রতি বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী রক্ত পরীক্ষা ও গ্রুপ কার্ড বিতরণ শিবির।এই কর্মসূচির মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি চিকিৎসা ও রক্তদানের ক্ষেত্রে সহায়তা প্রদান। বিনামূল্যে রক্ত পরীক্ষা ও গ্রুপ কার্ড প্রদান এই উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য। তেলিয়ামুড়া আর.ডি ব্লকের ১৭টি গ্রাম পঞ্চায়েতের জন্য চালু এই কর্মসূচি বর্তমানে ৫টি পঞ্চায়েতে সফলভাবে কার্যকর হয়েছে।শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, ভাইস-চেয়ারম্যান নির্মল সূত্রধর এবং ওয়ার্ড মেম্বার প্রণব সরকার। বিধায়িকা কল্যাণী সাহা রায় এই উদ্যোগকে “মানবিকতার অনন্য নজির” বলে অভিহিত করেন। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।সাধারণ মানুষের প্রত্যাশা, এই কর্মসূচি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে এবং তেলিয়ামুড়া অঞ্চলে স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।



