Friday, December 12, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদবিভিন্ন বাহিনীর জোয়ানদের গাঁজা গাছ কাটিং এর নিধন যজ্ঞ

বিভিন্ন বাহিনীর জোয়ানদের গাঁজা গাছ কাটিং এর নিধন যজ্ঞ

সোমবার যাত্রাপুর থানার অন্তর্গত দুটি স্থানে বিভিন্ন বাহিনীর জোয়ানরা সংঘবদ্ধ হয়ে প্রায় এক লক্ষের কাছাকাছি গাঁজা গাছ কাটিং এর নিধন যজ্ঞ চালিয়েছে একুশটি প্লটে।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন যাত্রাপুর থানার ওসি সিটি কন্ঠ বর্ধন। এছাড়া ৬৯ নং ব্যাটেলিয়ান যেমন, নিউ_নিদয়া ক্যাম্পের বিএসএফ জোয়ান, কৈয়াটিলা বিএসএফ ক্যাম্পের এবং টি এস আর জোয়ানসহ সর্বসাকুল্য দেড়শতাধিক তিন বাহিনীর জোয়ান একেবারে যুদ্ধং দেহি মনোভাব নিয়ে অভিযান চালায় , প্রথমে থানার অন্তর্গত ১২ কিলোমিটার পূর্ব দিকে জগৎ রামপুর এডিসি ভিলেজ এলাকার তৈছমা কলোনি এলাকার জঙ্গলে গিয়ে ১১ টি প্লট একেবারে ধূলিসাৎ করে দিয়েছে জোয়ানরা। শুধু তাই নয়! প্রতিটা প্লটের ফলন্ত সম্ভাবনাময় অধিকাংশ কাজগুলি কেটে এক জায়গায় জমিয়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। কিছু কিছু ওই সংশ্লিষ্ট এলাকার মানুষ দূর থেকে প্রত্যক্ষ করে এই দৃশ্য। সকাল 7 টা থেকে শুরু হয় অভিযান!ওখান থেকে ফিরে আসে, একেবারে থানা এলাকার সীমান্ত গ্রাম কালী কৃষ্ণনগরের জঙ্গলে।

দেড় শতাধিক জোয়ানরা গাড়ি যে করে পাহাড়ি এলাকার সড়ক পথে অতিক্রম করার সময়ে কতগুলি জনতা প্রত্যক্ষ করে অবস্থাটা কি! শেষ পর্যন্ত নির্বিঘ্নে এসে পৌঁছায় কালী কৃষ্ণনগরের জঙ্গলে। ওখানেও একে একে করে সর্বসাকুল্য ছোট মাঝারি দশটি গাজা বাগানের প্লট নিধন করে দেওয়া হয়। এই নিয়ে ছোট বড় যাত্রাপুর থানার উদ্যোগে দ্বাদশতম অভিযান হোক হয়ে গেল গাঁজা বাগানে। তবে কোথাও কোনো রকম বাধা-বিপতি ছিল না! নির্বিঘ্নে অভিযান এখন অব্দি হলেও মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। অথচ যাত্রাপুর থানার ওসি সিটি কন্ঠ বর্ধন জানান, সামনের দিনেও সুযোগ বুঝে অভিযান চালানো হবে। এমনটাই মনোভাব বুঝা গেল যাত্রাপুর থানার ওসি সিটি কন্ঠ বর্ধনের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য