Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যআন্তঃ অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

আন্তঃ অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ত্রিপুরার বহু খেলোয়াড় ও শিল্পী তাদের খেলাধুলায় শৈল্পিক নৈপুণ্যে দেশের মধ্যে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন । তাই খেলাধুলা , নাটক ও নৃত্যকলার চর্চা রাজ্যে আরও বেশি করে করতে হবে । কেননা খেলাধুলা ও সংগীত চর্চা শুধু শারীরিক নয় মনকেও শান্ত ও সুন্দর রাখে । আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং প্রেক্ষাগৃহে ত্রিপুরা আন্তঃ অফিস ক্রীড়া এবং সাংস্কৃতিক অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে একথা বলেন । প্রদীপ জ্বেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করে মেয়র শ্রীমজুমদার উদ্যোক্তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন । অনুষ্ঠানে ২০২০-২১ এবং ২০২১ ২২ অর্থবর্ষে সংগীত , নৃত্য , নাটক , দাবা , ক্যারম , অ্যাকশন ব্রিজ , টেবিল টেনিস , ব্যাডমিন্টন , ভলিবল , সাঁতার , আবৃত্তি , কথক নৃত্য , রবীন্দ্র নজরুল সংগীত , বাঁশি , ভারত নাট্যম , রঙোলি , দেশাত্মবোধক সংগীত , নৃত্য ইত্যাদি ইভেন্টে ২৮০ জন বিজয়ীকে ট্রফি ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয় । উদ্বোধকের ভাষণে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন , আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এটা দারুণ উদ্যোগ । তিনি বলেন , সরকারি কর্মচারিরা সমাজের হিত সাধন করেন । তাদের মন ভালো থাকলে কাজও ভালো হবে । এ লক্ষ্যেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্যোগে ২০২১ সালে কয়েকটি ক্রীড়া ও সাংস্কৃতিক দল দিল্লিতে পাঠানো হয়েছে । রাজ্য সরকার একে আরও প্রসারিত করতে চায় । সম্মানিত অতিথির ভাষণে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য বলেন , এটা শুভ উদ্যোগ । এটাকে আরও বড় পরিসরে করা দরকার । তিনি বলেন , সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে আপনাদের আরও এগিয়ে আসতে হবে । এছাড়া বক্তব্য রাখেন সোসাইটি অব ম্যানেজমেন্ট অব কালচারাল কমপ্লেক্সের চেয়ারম্যান কমল দে , ত্রিপুরা আন্তঃঅফিস ক্রীড়া ও সাংস্কৃতিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি প্রণব দেববর্মা , সাধারণ সম্পাদক রাজীব চ্যাটার্জি , প্রাক্তন সাধারণ সম্পাদক স্বপন ঘোষ । অনুষ্ঠানে মেয়র শ্রীমজুমদার সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক স্বপন ঘোষকে মানপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন । তাছাড়া অনুষ্ঠানে অল ইন্ডিয়া সিভিল সেক্রেটারিয়েট গীটার প্রতিযোগিতায় প্রথম পঙ্কজ দাসকে এবং মহাকরণ বিনোদন সংস্থা , অন্যান্য বিজয়ীদের পুরস্কৃত করা হয় । মেয়র ও অন্যান্য অতিথিগণ তাদের হাতে এই পুরস্কার ও শংসাপত্র তুলে দেন । উল্লেখ্য , ২০২১ সালে ত্রিপুরার দল টেবিল টেনিস , ক্যারাম ও দাবা খেলায় নয়াদিল্লিতে অল ইন্ডিয়া সিভিল সেক্রেটারিয়েট প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য