সোমবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আগরতলা উমাকান্ত মিনি ফুটবল স্টেডিয়ামে । প্রতিদ্বন্দ্বিতা করলেন ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম জম্পুইজলা প্লে সেন্টার । যেখানে চার শূন্য গোলে ত্রিপুরা স্পোর্টস স্কুল জম্পুইজলা প্লে সেন্টারকে কে পরাজিত করেন। এই দিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের সেন্ট্রাল জোনের মাননীয়া চেয়ারপারসন শ্রীমতি রত্না দত্ত । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী শ্রীমতি তিথি দেববর্মন মহোদয়া, এছাড় উপস্থিত ছিলেন রতন সাহা মহোদয়, মাননীয় পেট্রন, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এবং শ্রী অমিত চৌধুরী মাননীয় সচিব, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন ।



