সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ২১ তম রাজ্য সম্মেলনকে সামনে রেখে গান্ধী ঘাট স্থিত দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো কচিকাচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। এদিন রাজ্যের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সদর জেলার বিভিন্ন অঞ্চলে সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হলো শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী নেত্রী কৃষ্ণা মজুমদার সহ সংগঠনের অন্যান্য নেত্রীরা। এদিন নারী নেত্রী কৃষ্ণা মজুমদার সংবাদ মাধ্যমকে জানান নারীদের মান সম্মান ও নারীদের স্বার্থ রক্ষার্থে সারভারত গণতান্ত্রিক নারী সমিতি সর্বদায় মাঠে বিরাজমান। তার পাশাপাশি বিভিন্ন এলাকার শিশুদের মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তা বিকশিত করা এবং বিভিন্ন শিল্পীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা গুলো রয়েছে সেগুলিকে বিকশিত করতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বদ্ধপরিকর। তাছাড়া তিনি জানান ২১ তম রাজ্যে সম্মেলনকে সামনে রেখে আজ বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি সকালের শিশুদের বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে বলে জানান। এদিনের বসে আঁকো প্রতিযোগিতায় উপস্থিত শিশুদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



