আগামী ৬ এবং ৭ ডিসেম্বর রাজধানীর মুক্তধারা প্রেক্ষা গৃহে দুই দিনের শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের আয়োজন করছে ক্লাসিক অর্গানাইজেশন । এতে বহিরাগত কিংবদন্তি শিল্পী ছাড়াও রাজ্যের বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করবেন। এদিন সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান সংস্হার সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য ।সাংবাদিক সম্মেলনে জাতীয় স্তরের রাজ্যের শিল্পী ভূমিকন্যা উপাধ্যায় উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক তাপস ভট্টাচার্য জানান ,ছয় ডিসেম্বর অনুষ্ঠানের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশন আগরতলা শাখার সম্পাদক স্বামী অমত্যানন্দ মহারাজ। উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ,মেয়র দীপক মজুমদার ,রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ।তিনি আরো জানান ,এই অনুষ্ঠানে রাজ্যের তিনজনকে সংবর্ধনা প্রদান করা হবে। এরা হলেন তবলা বাদক কালীপদ ভট্টাচার্য ,চিকিৎসক সুকমল সরকার এবং স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবব্রত রায় ।এই অনুষ্ঠানে রাজ্যের ১১০ জন শিশু শিল্পী অংশগ্রহণ করবে বলে জানান তিনি। তিনি আরো জানান ,উচ্চাঙ্গ সংগীতকে বাঁচিয়ে রাখা ,বিস্তার ঘটানো এবং জনমনে প্রভাব বিস্তার করার লক্ষ্যেই প্রতিবছর ক্লাসিক অর্গানাইজেশন আগরতলা ,কলকাতা এবং দিল্লিতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে।



