দানবীয় শ্রম কোডের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন অচিরেই দেশব্যাপী তীব্র রাজনৈতিক আন্দোলনে পরিণত হবে ।বৃহস্পতিবার শ্রমিকদের স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে সি আই টি ইউর বিক্ষোভ মিছিল থেকে এই কথা জানান সংগঠনের সভাপতি মানিক দে।
গত ২১ নভেম্বর ২৯ টি শ্রম আইন বাতিল করে কেন্দ্রীয় সরকার চারটি শ্রম কোড চালুর জন্য খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে ।এর বিরুদ্ধে দেশব্যাপী শ্রমিকদের বিক্ষোভ তীব্রতর হচ্ছে। এর আঁচ পড়েছে ত্রিপুরা রাজ্যেও। রাজ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন গুলি এর বিরুদ্ধে গর্জে উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার সি আই টি ইউ রাজ্য সংগঠনের উদ্যোগে শ্রম কোড বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয় ।এই শ্রম কোড কে সি আই টি ইউর পক্ষ থেকে দানবীয় শ্রম কোড হিসেবে আখ্যায়িত করা হয় ।এদিন বিক্ষোভ মিছিল প্রসঙ্গে সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে জানান, ২৯ টি শ্রম আইন বাতিল করে চারটি শ্রম কোড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি শাসিত রাজ্য সরকার গুলি মালিকদের সেবা দাস হিসেবে কাজ করছে। সেবা দাস তার প্রভুদের সেবা করতে ৫০ কোটি শ্রমিকদের ভবিষ্যৎ ,সামাজিক নিরাপত্তা, বেতনের নিরাপত্তা, কাজের নিরাপত্তা ,ধর্মঘট এবং প্রতিবাদ করার অধিকার সব ধ্বংস করে দিয়েছে।এই অধিকার গুলি ব্রিটিশ শাসিত দেশে লড়াইয়ের মাধ্যমে আদায় করা হয়েছিল ।তিনি আরো জানান ,এই অধিকার গুলি এখন মালিকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে এই শ্রম কোড চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।এর বিরুদ্ধে দেশব্যাপী শ্রমিকরা আন্দোলনে নেমেছে ।এই আন্দোলন একদিন দেশব্যাপী তীব্র রাজনৈতিক আন্দোলনে পরিণত হবে বলে জানান সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে।
এদিন সি আই টি ইউ এর উদ্যোগে আয়োজিত এই বিক্ষো মিছিলটি সংগঠনের রাজ্য দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ।বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে দানবীয় শ্রম কোড বাতিলের দাবি জানানো হয়।



