রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে নড়সিংগড়স্থিত জুভেনাইল হোম এবং ডিটেনশন সেন্টার পরিদর্শন করেন। রাজ্যপাল হোমের আবাসিকদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। জুভেনাইল হোম আরও ভালভাবে পরিচালনার জন্য রাজ্যপাল সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। বৈঠকে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, জুভেনাইল হোমের ভারপ্রাপ্ত আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিকগণ উপস্থিত ছিলেন। আধিকারিকগণ হোম পরিচালনার বিষয়ে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন।
জুভেনাইল হোম পরিদর্শনের পর রাজ্যাপাল অনতিদূরে অবস্থিত অস্থায়ী ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করেন। তিনি ক্যাম্পের বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন। পরে সংবাদমাধ্যমকে রাজ্যপাল জানান, জুভেনাইল হোমে আবাসিকদের মন পরিবর্তনের জন্য বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। জুভেনাইল হোম এবং ডিটেনশন ক্যাম্পে আবাসিকদের ভাল পরিষেবা দেওয়া হচ্ছে। এজন্য তিনি সন্তোষ প্রকাশ করেন। লোকভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।



