লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আজ সন্ধ্যায় আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আসাম দিবস পালন অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, আসাম রাজ্যের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। এই দিনটি আসাম রাজ্যের দূরদর্শী নেতা চাউলুং সুকাফাকে স্মরণ করার দিন। রাজ্যপাল আসাম সরকার এবং আসামের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠনে আসামের জনগণও এগিয়ে আসবেন। অনুষ্ঠানে অংশ নেওয়া আসামের আমন্ত্রিত অতিথিদের রাজ্যপাল সংবর্ধনা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. রবীন্দ্র ভাড়ালি, ড. সিন্ধু পদুয়াল এবং ড. মৌসুমী কলিতা। বক্তাগণ আসামের ঐতিহ্য এবং ইতিহাস বিষয়ে আলোচনা করেন। লোকভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।



