Wednesday, December 3, 2025
বাড়িখবররাজ্যশিশু সুরক্ষা ও অধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবস উদযাপিত

শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবস উদযাপিত

ত্রিপুরা শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের দ্বাদশ প্রতিষ্ঠা দিবস আজ সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, শিশু সুরক্ষা এবং নারী সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। নিজেদের ঘর থেকেই শিশুদের জন্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এ বিষয়ে সমাজকেও সচেতন করতে হবে। তিনি ত্রিপুরা শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের বিভিন্ন কাজের জন্য তাদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা। তিনি বলেন, নিজের সন্তানের পাশাপাশি অন্যের সন্তানের প্রতিও দায়িত্ববান হতে হবে। বাল্যবিবাহ রোধ করার জন্য সচেতন হতে তিনি সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উপঅধিকর্তা প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের দুই কৃতী সন্তান জ্যোৎস্না আক্তার এবং আরশিয়া দাসকে সম্মাননা প্রদান কর হয়। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী যারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তাদেরও সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া স্বপ্না ফাউন্ডেশনের কর্ণধার শুভম বিশ্বাসকে সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য